
![]() | ![]() | ![]() |
••► আমার মাসতুতো ভাই মিন্টু দিল্লীতে থাকে। ওর বয়স ১৭ আর সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে। খুব ভাল ছাত্র। শুনেছি নাকি ও ভালো কলেজেও চান্স পেয়েছে। আমার মা মিন্টুর বাবার একমাত্র বোন। তাই আমরা ওনাকে মামাবাবু বলে ডাকতাম। আমি কলকাতাতে থাকি আমার মা বাবা আর দুই ভাইকে নিয়ে। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হত, তাই আমরা সবাই সবাইকে ভালমতো জানতাম আর ভাল সম্পর্ক ছিলো। আমি লেখাপড়ায় খুব একটা ভাল ছিলাম না। শুধু মস্তি করতে আমার ভাল লাগতো। সেইবার শুনি মিন্টুরা আমাদের বাড়িতে আসছে। ওদের বাড়িতে আনার দায়িত্ব আমার উপরে পড়লো। ওরা ষ্টেশনে আসা মাত্র আমি ওনাদের প্রনাম করলাম আর আমি আবদার ধরলাম যেন মিন্টু আমাকে প্রনাম করে কারণ আমি তো ওর থেকে বড়। মিন্টু বলে,”যা ভাগ তোকে আবার প্রণাম? মাথা আমার খারাপ হয়েছে নাকি??” আসার সময় রাস্তাটা খুব খারাপ ছিল,সেই সময়টাতে মামা সামনের সিটেপিছনের সিটটাতে আমি আর মিন্টু বসে খুব গল্প করতে করতে আসছি। মজা করছিলাম আমরা একে অপরকে নিয়ে। ও আমার বড় বড় চশমাটাকে নিয়ে মশকরা করছিলো। আর যখন ও আমার চুলগুলোকে নিয়ে মজা করলো তখন আমি খুব রেগে গেলাম, “দেখনা মামা,ও আমার চুলটাকে নিয়ে কিসব বলছে।” বড়মামা বললো, “ দেখ এটাতো তোদের দু’জনের ব্যাপার আমাকে টানছিস কেন ?”